“সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” প্রতিপদ্যকে সামনে রেখে ১৭/১০/২০২৪খ্রীষ্টাব্দ তারিখ রোজ বৃহঃস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় রাজশাহী মহানগর কোর্ট চত্বর সংলগ্ন মিশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কাল্ব ক্লাস্টার পরিষদের এর আয়োজনে ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন করা হয়।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মোট ২১টি ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি ও কাল্ব কর্মীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপন শরু হয়। র্যালিটি মিশণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে শুরু করে পুিুলশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট চত্ত¡র সংলগ্ন শহীদ মিনার প্রদক্ষিন করে পুনঃরায় মিশণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী জেলা কাল্ব ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান জনাব মো: আবু হনিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ নাছিমা খাতুন, মেট্রোপলিটন থানা সমবায় অফিসার, বোয়ালিয়া, রাজশাহী। সম্মানিত অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছিলেন রাজশাহী মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জনাব ড. মোঃ গোলাম মাওলা, মহিষবাথান মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জনাব বিরাজ আহমেদ, রাজশাহী জেলা কাল্ব ক্লাস্টার পরিষদের এর ভাইস-চেয়ারম্যান জনাব মোহাঃ আহসান উল্লাহ্, সেক্রেটারী জনাব আশীষ বিশ্বাস।
বক্তাগণ আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপনের তাৎপর্য ও এবছরের জন্য নির্ধারিত প্রতিপাদ্য “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” ব্যখ্যা করেন। যুগপযোগী ও আধুনিক ক্রেডিট ইউনিয়ন বিনির্মানে জেলার বিভিন্ন অঞ্চলে কাজ করার অভিমত ব্যক্ত করেন। বর্তমান বিশে^র চলমান হানাহানি ও অস্থিরতা নিরশনে ক্রেডিট ইউনিয়নের ভুমিকা ও সেবা আরো বেগবান করার গুরুত্ব বর্ণনা করেন। আলোচনা সভায় বক্তাগণ ক্রেডিট ইউনিয়নের প্রবক্তা ফ্রেডরিক উইলহেম রাফাইসেন এবং বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ফাদার চার্লস্ জে ইয়াং সিএসসি কে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের অবদান সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও টেকসই ক্রেডিট ইউনিয়ন গঠনে ঋণ খেলাপী হ্রাসকরন, সদস্য বৃদ্ধি ও আমানত সংগ্রহের বিষয়ে গুরত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বাস্তবায়ন করেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বায়িত্বপ্রাপ্ত কাল্ব সহকারী জেলা ব্যবস্থাপক জনাব নরোত্তম কুমার বিশ্বাস ।
সংবাদ দাতাঃ নরোত্তম কুমার বিশ্বাস ,সহকারী জেলা ব্যবস্থাপক,কাল্ব লিঃ ,রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ।