পঞ্চগড় জেলা ক্লাস্টার পরিষদ কর্তৃক আয়োজিত ১৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় ৭৬ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় জেলা কাল্ব সদস্য সেবা কেন্দ্রে এসে র্যালি সমাপ্ত হয় এবং পঞ্চগড় জেলা সদস্য সেবা কেন্দ্রে ৭৬ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭৬ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবু সাঈদ, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসলাম সেক্রেটারি পঞ্চগড় ক্লাস্টার পরিষদ, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতীন্দ্রনাথ সেন, মোঃ সামিউল ইসলাম ও মোঃ জুবায়ের রহমান বাপ্পি ডিরেক্টর পঞ্চগড় ক্লাস্টার পরিষদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জনাব মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার, মোঃ তোজাম্মেল হক, চেয়ারম্যান বোদা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ব্রজনাথ রায়, চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ মফিজল হক সেক্রেটারি পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ মোঃ সবুজ মিজানুর রহমান সেক্রেটারি বোদা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ মোঃ মাসুদ আল করিম সেক্রেটারি তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মোঃ আতাউর রহমান সেক্রেটারি আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারিটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এছাড়া সভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান যোগেশ চন্দ্র বর্মন। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্যবৃন্দ ও কাল্ব এর বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ফায়জার রহমান উপজেলা ব্যবস্থাপক পঞ্চগড় সদর কাল্ব সদস্য সেবা কেন্দ্র পঞ্চগড়।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মফিজল হক সেক্রেটারি পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। পবিত্র গীতা থেকে পাঠ করেন ব্রজনাথ রায় চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। এরপর শোক প্রস্তাবের মধ্য দিয়ে সভায় মূল আলোচনা শুরু করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলা ক্লাস্টার পরিষদরে চেয়ারম্যান ও সভার সভাপতি জনাব মোঃ আবু সাঈদ তিনি ৭৬ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের One World through co-operative finance. “সমবায় অর্থায়নে একবিশ^ গড়ি” এর তাৎপর্য বিষয়ে ব্যাখ্যা করেন তিনি বলেন আমাদের সকলকে ক্রেডিট ইউনয়নের ছায়াতলে অবস্থান করে সমবায়ের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।
সভায় বক্তব্য প্রদান করেন মোঃ আতাউর রহমান, মোঃ মাসুদ আল করিম, মোঃ সবুজ মিজানুর রহমান, মোঃ সামিউল ইসলাম, ব্রজনাথ রায়, মোঃ আসলাম, মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার সহ অতিথিবৃন্দ। সকলের বক্তব্যে একটি বিষয় বিশেষ ভাবে প্রতিফলিত হয় সমবায়ের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ও উন্নয়ন সাধন করা। ক্রেডিট ইউনিয়ন সমূহকে সক্রিয় রাখা সকল সমস্যা ঐক্যবদ্ধ ভাবে সমাধানের চেষ্টা করা। নিজ নিজ অবস্থান থেকে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেওয়া।
সমাপনী বক্তব্যে জনাব মোঃ আবু সাঈদ চেয়ারম্যান পঞ্চগড় ক্লাস্টার পরিষদ মহোদয় সকলকে সমবেত প্রচেষ্টার মাধ্যমে নিজেদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করার আহব্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।
সংবাদাতাঃ মোঃ ফায়জার রহমান উপজেলা ব্যবস্থাপক, কাল্ব, পঞ্চগড় সদর,পঞ্চগড়।