
অদ্য ১৭ই অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দে খুলনা ও সাতক্ষীরা জেলার দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কল্ব) এর আয়োজনে ১৭ই অক্টোবর,২০২৪খ্রীঃ বিশ্বব্যাপী মহাসমারহে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপিত হয়। ক্রেডিট ইউনিয়নের বিশ্ব সংগঠন ওয়ার্ন্ড কাউন্সিল অব ক্রেডিট ইউনিয়নস্ (ডঙঈঈট) চলতি বছর ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপন করছে এবং প্রতি বছরের ন্যায় এবারও একটি প্রতিপাদ্য নির্বাচন করেছে “ One World through cooperative finance ” যা বাংলা সংস্করণ করা হয়েছে “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি”। ক্রেডিট ইউনিয়নের এশিয়ান সংগঠন উকু’র আহ্বানে কাল্ব এর পক্ষ থেকে খুলনা ও সাতক্ষীরা জেলার সকল ক্রেডিট ইউনিয়নের ১৩০ জন কর্মী ও নেতৃবৃন্দের অংশগ্রহণে অদ্য ১৭/১০/২০২৪ইং তারিখ সকাল ১১.০০ঘটিকায় শহীদ হাদিস পার্ক থেকে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের র্যালি শুরু হয়ে পিকচার প্লেস মোড়,ডাক বাংলার মোড়, থানার মোড় হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উক্ত র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জনাব, সৈয়দ জসীম উদ্দিন (জেলা সমবায় অফিসার,খুলনা) বিশেষ অতিথি ছিলেন জনাব, মোঃ মোস্তফা কামাল (মেট্রোপলিটন থানা সমবায় অফিসার,খুলনা) সভাপতিত্ব করেন,জনাব শেখঃ সহিদুল ইসলাম (কাল্ব ডিরেক্টর “গ” অঞ্চল) আরো উপস্থিত ছিলেন, কাল্ব নারী উন্নয়ন ও কাল্ব সদস্য বিষয়ক উপ-কমিটির সদস্য, নাদিরা পারভীন (সভাঃ খুলনা মহানগরী টিসিইউ) অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ মামুনুর রহমান মিয়া “জেলা ব্যবস্থাপক” কাল্ব (খুলনা ও সাতক্ষীরা) অতিথিগন আলোচ্য/প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া আগত ক্রেডিট ইউনিয়নের নেতবৃন্দের মধ্য থেকে সেচ্ছায় আলোচনা করেন ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ। অতঃপর সভাপতি আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রীতি ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সংবাদ দাতা
মোঃ মামুনুর রহমান মিয়া “জেলা ব্যবস্থাপক” কাল্ব (খুলনা ও সাতক্ষীরা)