রংপুর ও পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের যৌথ আয়োজনে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগীতায় ১৭ অক্টোবর,২০২৪ খ্রি. তারিখ, রোজ: বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকায় “৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪” এর র‌্যালী এবং আহার রেস্টুরেন্ট এর কনভেনশন হলে “৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪” উপলক্ষে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ আলীমুল রেজ্জা খান জুয়েল। এবারের ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের মূলসুর ছিল “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি ” “One World through cooperative finance ”। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব মোঃ জিল্লুর রহমান, ডিরেক্টর ‘ক’ অঞ্চল, কাল্ব লিঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব কাঞ্চন মানিক কাজল, চেয়ারম্যান-পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদ, জনাব মোঃ আতিয়ার রহমান-সেক্রেটারি, পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-দিলীপ কুমার রায়-জেলা প্রোগ্রাম অফিসার, জেলা কাল্ব সদস্য সেবা কেন্দ্র, রংপুর জেলা।


আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার রংপুর ও পীরগাছা ক্লাস্টার ভূক্ত সকল ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্যবৃন্দসহ কাল্ব লিঃ এর উপজেলা কাল্ব সদস্য সেবা কেন্দ্রের উপজেলা ব্যবস্থাপকবৃন্দ। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলেওয়াত পাঠ করেন-জনাব মোঃ আলতাফ হোসেন-গঙ্গাচড়া উপজেলা কাল্ব সদস্য সেবা কেন্দ্রের উপজেলা ব্যবস্থাপক। পবিত্র গীতা পাঠ করেন-রিপা রাণী গুহ রায়, ভাইস চেয়ারম্যান-পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এবং পবিত্র বাইবেল পাঠ করেন-মি. জাকোব মিন্জী, ম্যানেজার-বলদি পুকুর মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দের বক্তব্যে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালনে তাৎপর্য, ইতিহাস এবং এর গুরুত্ব তুলে ধরেন। ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ এর এবারের মূলসুর “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” ও টেকসই ক্রেডিট ইউনিয়ন গঠনের বিভিন্ন দিক বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন। তারপর সভা সঞ্চালকের উপস্থাপনায় উপস্থিত ডেলিগেটগণের ক্রেডিট ইউনিয়নের নামে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ৫(পাঁচ)টি পুরস্কার প্রদান করার পর অবশেষে সভার সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্য সমাপ্তি ঘোষনা করেন।
রিপোর্টঃ দিলীপ কুমার রায়, জেলা প্রোগ্রাম অফিসার, জেলা কাল্ব সদস্য সেবাকেন্দ্র, রংপুর জেলা।