‘সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ই অক্টোবর ২০২৪ খ্রি: তারিখে পাবনা জেলা কাল্ব ক্লাষ্টার পরিষদের উদ্যোগে ৭৬ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে পাবনা জেলা কাল্ব ক্লাষ্টার পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ বাবুল আকতার এর সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সেন্টু এর সঞ্চালনায় আলোচনা সভা চাটমোহর জাগ্রত কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর হল রুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আসন গ্রহণ শেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে নিজ নিজ ধর্মমতে এক মিনিট নিরবে প্রার্থনা করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওয়াজেদ আলী খাঁন, ডিরেক্টর কাল্ব ‘খ’ বরেন্দ্র চলন অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু ওবায়েদ আলী (জেলা প্রোগ্রাম অফিসার, কাল্ব পাবনা জেলা ) এবং সার্বিক সহযোগীতায় ছিলেন চাটমোহর উপজেলা কাল্ব সদস্য সেবা কেন্দ্র এর সকল সহকর্মীবৃন্দ এবং চাটমোহর জাগ্রত কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সকল সহকর্মীবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জনাব আভাষ গমেজ-চেয়ারম্যান মথুরাপুর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, জনাব গগণ রোজারিও –চেয়ারম্যান ফৈলজানা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব সোহরাওয়াদী সরকার – চেয়ারম্যান হরিপুর অগ্রগতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব মোঃ সাখাওয়াত হোসেন –-সেক্রেটারী মথুরাপুর ক্ষুদ্র কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ,জনাব মোঃ রবিউল ইসলাম (বাবু)- চেয়ারম্যান পাবনা সদর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব মোঃ কামরুজ্জামান -চেয়ারম্যান চাটমোহর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব নূরে আলম সিদ্দিকী -–চেয়ারম্যান ফরিদপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব মোঃ মোস্তাফিজুর রহমান -চেয়ারম্যান ঈস্বরদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব মোঃ মহিউদ্দিন –চেয়ারম্যান বেড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,জনাব মো আমিনুজ্জামান –চেয়ারম্যান আরকান্দী সততা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।


আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ এর আলোচনা সভার শুরুতে সভাপতি তার বক্তবে সদস্যদের স্বাগত জানান এবং আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ এর মূল থিম নিয়ে আলোচনা করেন । তিনি উপস্থিত সকল ক্রেডিট ইউনিয়ন সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন । অত:পর প্রতিটি ক্রেডিট ইউনিয়ন পক্ষ থেকে ০১ জন করে প্রতিনিধি আলোচনায় অংশগ্রহন করেন । তারা আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের গুরুত্ব এবং এ দিবসের মূল উ্েদ্দশ্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস সাবিক গুরত্ব তুলে ধরেন ,আরো বলেন আমাদের ক্রেডিট ইউনিয়ন সূদুর প্রসারে পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে , তা না হলে আমাদের লক্ষে আমরা পৌছাতে পারব না। ক্রেডিট ইউনিয়নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বোর্ড কর্মকর্তাদের সৎ হতে হবে ,তবেই ক্রেডিট ইউনিয়ন করা যাবে । ক্রেডিট ইউনিয়ন গঠন সম্ভব হলে সমৃদ্ধ জীবন পাওয়া যাবে । এবং পরিশেষে সকল ক্রেডিট ইউনিয়ন এর হিসাব নিকাশের দিক দিয়ে স্মার্ট হওয়ার অনুরোধ করেন ।


বার্তা প্রেরক: মোঃ আবু ওবায়েদ আলী (জেলা প্রোগ্রাম অফিসার, কাল্ব পাবনা জেলা)